সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার পুলিশের ব্যাপক তৎপরতার মধ্যে দিয়ে থানা বিএনপি’র নির্দেশনায় ৬টি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার(১১ফেব্রয়ারী) সকাল ১০টার সময় এক যোগে সলঙ্গা থানার অন্তগত ৬টি ইউনিয়নে ১০ ফেব্রুয়ারী সকাল হতে ১১ফেব্রয়ারী ভোররাত পর্যন্ত প্রত্যেক ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বাড়ি বাড়ি পুলিশের ব্যাপক তল্লাশী ধরপাকড়ের মধ্যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিদ্যুৎ গ্যাস সহ নিত্য পণ্যের দাম কমাও, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ফ্যাসিট সরকারের পদত্যাগ,
তত্বাবাধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে পদযাত্রা কর্মসূচি পালিত হয়।
পুলিশ ও আওয়ামীলিগ পদযাত্রা পতিহত করার ঘোষণার মধ্যে দিয়ে থানা বিএনপির সাধারণ সম্পাদকআঃ আলীম সরকারের উপস্থিতিে ঘুড়কা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন দুলালের নেতৃত্বে ইউনিয়নের রয়হাটি বাজার হতে পদযাত্রা কর্মসূচির একটি বিশাল মিছিল ইউনিয়নের ঘুড়কা বাজারে এসে শেষ হয়।
থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ লতিফ সরকারের উপস্থিতিতে নলকা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে ইউনিয়নের বকুলতলা বাজার হতে পদযাত্রার একটি বিশাল মিছিল এসে ইউনিয়নের পাঁচিলয়া বাজার এলাকায় এসে শেষ হয়। রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আফসার আলীর নেতৃত্বে ইউনিয়নের সুতা হাটি বাজার হতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পদযাত্রা কর্মসূচির মিছিল টি অলিদহ বাংলা বাজার এসে শেষ হয়। ধুবিল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবুর নেতৃত্বে ইউনিয়নের ইছুদহ বাজার হতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত একটি বিশাল মিছিল ইউনিয়নের মালতীনগর আমতলা এলাকায় এসে শেষ হয়। সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকারের উপস্থিতিতে সলঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজাদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা চৌধুরীর নেতৃত্বে ইউনিয়নের জগজীবনপুরের আলমেরদহ হতে পদযাত্রার একটি বিশাল মিছিল গোঁজা ব্রীজ এলাকায় এসে শেষ হয়।
হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম আম্বিয়া ও সাধারণ সম্পাদক ওসমান সরকারের নেতৃত্বে ইউনিয়নের চরিয়া দক্ষিণ পাড়া হতে একটি বিশাল মিছিল সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল গোল চত্বর এলাকায় এসে শেষ হয়।
এ সময় সলঙ্গা থানা পুলিশ ও আওয়ামীলিগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ন কর্মসুচী পালনের নামে বেরিগেড দিয়ে পদযাত্রা কর্মসূচি পালন পতিহত করতে ব্যর্থ হয়।