1. admin@dailynayasokal.com : admin :
শনিবার, ১০ জুন ২০২৩, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাপে সরকার, দিতে পারে অংশগ্রহণমূলক নির্বাচন বিএনপির সঙ্গে আলোচনার কথা ভাবছে আওয়ামী লীগ, লক্ষ্য অংশগ্রহণমূলক নির্বাচন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পদ পেলেন আরও ৮৯ জন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় পুলিশের ব্যাপক তৎপরতার মধ্যে দিয়ে ইউনিয়ন বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পালন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি’র জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান এর পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল বিপিএলের সময় সূচি জেনে নিন ফরাসি ভক্তদের থামাতে আর্জেন্টাইনদের পাল্টা পিটিশন পুষ্প : মাওবাদী গেরিলা থেকে নেপালের প্রধানমন্ত্রী ইসলামাবাদে বিলাসবহুল হোটেলে হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা বিএনপি নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা হচ্ছে : বুলু

গাজীপুরে পাইকারি কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিলয় আহমেদ,গাজীপুর
  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৪ বার পঠিত

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি পাইকারি কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকার আব্দুর রহিম পাইকারী কাপড়ের মার্কেটে আগুনের খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ও টঙ্গী থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে মার্কেটের রাস্তা খুব সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শেষ করতে বেশ বেগ পেতে হয়েছে।
বাজারের ব্যবসায়ী আব্দুস সোবাহান জানান, ওই পাইকারি মার্কেটটিতে দুই শতাধিক কাপড়ের দোকান ছিল। আগুনে মার্কেটের দোকানগুলোতে থাকা শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, ওড়না, কম্বলসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া পাশের হোসেন মার্কেট নামে অপর একটি মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে সেখানেও অন্তত ২৫টি দোকান ও মালামাল পুড়ে যায়। মার্কেট দুটিতে পাইকারি কাপড়ের পাশাপাশি কিছু মুদি ও মনোহারি দোকানের মালামালও পুড়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে ওই মার্কেটের প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর