1. admin@dailynayasokal.com : admin :
শনিবার, ১০ জুন ২০২৩, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাপে সরকার, দিতে পারে অংশগ্রহণমূলক নির্বাচন বিএনপির সঙ্গে আলোচনার কথা ভাবছে আওয়ামী লীগ, লক্ষ্য অংশগ্রহণমূলক নির্বাচন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পদ পেলেন আরও ৮৯ জন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় পুলিশের ব্যাপক তৎপরতার মধ্যে দিয়ে ইউনিয়ন বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পালন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি’র জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান এর পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল বিপিএলের সময় সূচি জেনে নিন ফরাসি ভক্তদের থামাতে আর্জেন্টাইনদের পাল্টা পিটিশন পুষ্প : মাওবাদী গেরিলা থেকে নেপালের প্রধানমন্ত্রী ইসলামাবাদে বিলাসবহুল হোটেলে হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা বিএনপি নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা হচ্ছে : বুলু

প্রকৃতি নষ্ট না করে প্রকল্প নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Reporter Name
  • প্রকাশিত সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৫৭ বার পঠিত

প্রকৃতির ক্ষতি না করে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশগত ভারসাম্য বজায় রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি অপ্রয়োজনীয় সংশোধন এড়িয়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কোস্টাল টাউন ক্লাইমেট টলারেন্স প্রকল্পের অনুমোদন দেওয়ার সময় বলেছেন, উপকূলীয় অঞ্চল সাধারণত একটি সংবেদনশীল এলাকা। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না করে এই প্রকল্পটি সতর্কতার সাথে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়েছেন তিনি।

বৈশ্বিক পরিস্থিতিতে কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শুধু কৃষি উৎপাদন বাড়ানোর জন্য নয়, মানসম্পন্ন খাদ্যশস্য ও পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি গোডাউনে খাদ্যশস্য মজুদ করার পাশাপাশি সেগুলো সংরক্ষণের জন্য উচ্চতর প্রযুক্তি অনুসরণের দিকে মনোযোগ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সময়সীমার মধ্যে চলমান প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার পাশাপাশি বারবার প্রকল্প সংশোধন এড়াতে আবারও জোর দেন। এছাড়াও স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করতে রাজধানীর খালগুলো মুক্ত রাখার নির্দেশ দেন।

মূল্যস্ফীতি পরিস্থিতির কথা উল্লেখ করে মান্নান বলেন, সামগ্রিক মূল্যস্ফীতির প্রবণতা এখন নিম্নমুখী এবং মজুরি সূচকও ঊর্ধ্বমুখী। দেশে এবার আমন ফসলের ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে, যা অবশ্যই সকলের জন্য সুখবর। এটি মূল্যস্ফীতিকে আরও লাগাম টেনে ধরতে সরবরাহের দিকটিও সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর